বুধবার, ২৫ জুন ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

‘জনগণকে কোণঠাসা করে আওয়ামী লীগ এখন নিজেরাই উধাও’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, গত ১৫ বছর দেশের ১৮ কোটি জনগণকে কোণঠাসা করে আওয়ামী লীগ নিজেরাই এখন উধাও হয়ে গেছে।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে তিনি নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অসাম্প্রদায়িক সম্প্রীতি গড়ার লক্ষে ‌‘ঐক্য ও সম্প্রীতি’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মো. শাহজাহান বলেন, স্বাধীন দেশের পরাধীন জনগণ আবারো স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়।

এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে আপনারা এগিয়ে আসুন।

সমাবেশে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাক্ষা চন্দ্র দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102