রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

পিস্তল-চাপাতিসহ তুরাগে ডাকাত দলের মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, উত্তরা নিউজ
  • আপডেট টাইম: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১২২ বার পঠিত

গ্রিল কেটে বাসায় ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি দলের প্রধানসহ চারজনকে গ্রেফতার করেছে রাজধানীর তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো চক্রের মূলহোতা মোঃ ইকবাল হোসেন, মোঃ আনিসুর রহমান আশিক, মোঃ সজিব মিয়া ও বিশ্বজিৎ তালুকদার পার্থ। এদের মধ্যে ডাকাতি চক্রের প্রধান হোতা ইকবাল হোসেনকে সিলেটের জালালাবাদ থানার বাদাঘাট বাজার এলাকা থেকে গ্রেফতারপূর্বক শুক্রবার দিবাগত রাত পৌঁনে দুইটায় তুরাগের ধউর এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত একটি ম্যাগাজিন সংযুক্ত পিস্তল, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লুঙ্গি, একটি কান টুপি ও একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। এছাড়াও চক্রটির অপর সদস্য স্বর্ণের দোকানদার বিশ^জিৎ তালকুদারের কাছ থেকে লুন্ঠিত ১৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা নিউজকে বলেন, গত ২ ফেব্রুয়ারি তুরাগের নয়ানিচালা গ্রামের একটি বাড়িতে ও ৩ মার্চ তুরাগের ধউর এলাকার একটি বাসায় গ্রিল কেটে বাসায় ঢুকে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। উভয় ঘটনায় তুরাগ থানায় পৃথক দুইটি মামলা রুজু হয়।

তিনি বলেন, মামলা দুটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে তুরাগ থানা পুলিশ। এরপর পর্যায়ক্রমে পৃথক পৃথক অভিযান চালিয়ে আসামীদেরকে তুরাগ, ময়মনসিংহ, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গ্রেফতারকৃতরা গ্রিল কেটে বাসা-বাড়িতে ডাকাতি করার পাশাপাশি রাস্তা-ঘাটেও অস্ত্র দেখিয়ে ডাকাতি করতো। গ্রেফতারকৃত মোঃ ইকবাল হোসেনেরর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে তুরাগ ও আশুলিয়া থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। অন্যান্য আসামীরা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102