উত্তরার ১১ নম্বর সেক্টরে কাঁচা বাজারে আগুন লেগে পুড়ে গেছে ১৬টি দোকান।
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন জানান, সোমবার রাত ২টার পর ওই বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা পৌনে ৩টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন।
“বাজারের যে অংশে আগুন লেগেছে, সেটা ফার্নিচার মার্কেট হিসেবে পরিচিত। টিন, কাঠ, বেড়া দিয়ে বানানো ১৬টি দোকান ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।”
আলম হোসেন বলেন, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে আসবাবপত্রের দোকান ছাড়াও পর্দার দোকান, খাবার হোটেল, পোল্ট্রির দোকান রয়েছে।
উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশনের নয়টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।