অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন ২০০৩ অনুযায়ী উত্তরার বিএনএস সেন্টারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট। আজ (মঙ্গলবার) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী উত্তরা বিএনএস সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভবন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও গ্রাহকদের সতর্ক করে ভবনটিকে অগ্নিঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত পূর্বক পোস্টার টানিয়ে দেয়া হয়।
উক্ত অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো: সফিকুল ইসলাম।