বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

উত্তরা ১৩ সোসাইটি নির্বাচন: সভাপতি জাহিদ, সেক্রেটারি পান্না

এইচ এম মাহমুদ হাসান
  • আপডেট টাইম: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির (২০২৪-২০২৬) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদ হোসেন (অবঃ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহনাজ পান্না। মোট ৩টি প্যানেলের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশিদ ও মোঃ মমতাজুর করিম প্যানেল থেকে ২১জন এবং দেলোয়ার-নজরুল প্যানেল ২০ জন । ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ- শাহনাজ পান্না প্যানেল ২১ জন ।

কার্যনির্বাহী কমিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন, সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদ সহ-সভাপতি: জুবায়ের আব্দুল্লাহ নাসিম,ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল লতিফ, , সাধারণ সম্পাদক শাহনাজ পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, অর্থ সম্পাদক : ইঞ্জিনিয়ার কাজী শফিকুল ইসলাম, নিরাপত্তা সম্পাদক মোঃ লুৎফর রহমান , শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক অধ্যাপক শেখ মাহমুদ আলম , দপ্তর সম্পাদক রাসেল পারভেজ , শিশু ও মহিলা বিষয়ক শাহিনা রহমান পপি , ক্রীড়া ও বিনোদন সম্পাদক মোহাম্মদ দুলাল উদ্দিন পার্ক ও বন্যায়ন সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম , পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ৮জন যথাক্রমে- এস এম সাইফুজ্জামান (মানিক), মাহমুদা বিলকিস, হাজী মোঃ নায়েব আলী, এস. এম রবিউল আলম, ইঞ্জিনিয়ার মোঃ জালাল উদ্দিন খান, আনোয়ার হোসেন, মোঃ রিয়াজুল আলম, আফরোজা বেগম।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, এ জেড এম শামসুল হুদা, ও নির্বাচন কমিশনার ডঃ মোঃ শহিদুল ইসলাম , আলতাব হোসেন শেখ, আক্তার হোসেন, আব্দুল আলিম।

উল্লেখ্য যে, গত শুক্রবার (১ লা মার্চ’২৪) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা ১৩ নং সেক্টর পার্কে ভোট অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102