উত্তরা ১১নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে বিজয়ী হয়েছেন আলতাফ-শরীফ সমর্থিত পূর্ণ প্যানেল। এতে সেক্টর সোসাইটির বাসিন্দাদের মাঝে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে।
জানা যায়, গেল ২৪ ফেব্রুয়ারি উত্তরা ১১নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচিত। এতে দুটি প্যানেলের মধ্যে সভাপতি আলতাফ সরকার ও সেক্রেটারি শরীফ সমর্থিত প্রার্থীদের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছেন।
ভোটে আলতাফ-শরিফ সমর্থিত বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো: কামাল উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূইয়া, ফিরোজ জামান, যুগ্ম সম্পাদক এ বি এম আতিকুর রহমান মুরাদ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম খান, সহ অর্থ সম্পাদক মোঃ সাইফুল্লাহ সৃজন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোগল ভূঁইয়া, নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম মুন্সী, সহ-নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান রাজা, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়া (সুমন), শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন মালদার, মহিলা বিষয়ক সম্পাদক শিউলী আক্তার, এছাড়াও নির্বাহী সদস্য পদে মাহবুবুর রহমান, নাসরিন আক্তার, তানভীর হাসান লস্কর (বনী) ও আশরাফুল ইকবাল ভূঁইঞা (সুজন) ।
উল্লেখ্য যে, ২৪ ফেব্রুয়ারি, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সেক্টরটিতে প্রায় দুই হাজারের মতো ভোটার রয়েছেন।