শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

উত্তরা ১২ সোসাইটি নির্বাচন: সভাপতি সান্টু, সেক্রেটারি দেলোয়ার

এইচ.এম মাহমুদুল হাসান
  • আপডেট টাইম: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক নির্বাচন (২০২৪-২৬) অনুষ্ঠিত হয়েছে। ভোটে সভাপতি নির্বাচিত হন মো. শরীফ সান্টু ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন তরুণ সমাজসেবক মো. দেলোয়ার হোসেন।

অপরদিকে, গেল বারের সভাপতি এ.কে. এম নাসির উল্ল্যাহ সংখ্যাগরিষ্ট ভোটে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। এবারের নির্বাচনে দুই প্যানেল সর্বমোট ৪২ এবং দুই স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এদের মধ্যে ২১ প্রার্থী নির্বাচিত হন।

২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলো- দুই  সহ-সভাপতি যথাক্রমে মোহাম্মদ আক্তারুজ্জামান, মফিজ উদ্দীন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক কাজী মোঃ আবুল হাসান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক, মোঃ মাজেদুল হক, নিরাপত্তা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মনজুর হোসেন খান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক খালেদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মিসেস নাহিদা বেগম, দপ্তর সম্পাদক হোসাইন এম. কবীর, নির্বাহী সদস্য যথাক্রমে নাসির উদ্দীন,  প্রকৌশলী কবিরুজ্জামান, মোঃ শামসুল ইসলাম,মোঃ সুজন আলী, মোঃ রুহুল ইসলাম, মোঃ ওবায়েদুর রহমান, হাসান মাহমুদ সুজন নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে, গত ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে দুপুরের পর থেকে ভোটগ্রহণ শুরু হয়। রাত আনুমানিক ৩টায় বিজয়ীদের নাম প্রকাশ করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ড. এ.টি.এম. শরীফ উল্ল্যাহ। নির্বাচনের অপর দুই কমিশনার হলেন- ইঞ্জিনিয়ার এম আর বসুনীয়া ও আবু সালেহ মোহাম্মাদ শাহনেওয়াজ ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102