মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিশুদের সৃজনশীল বই পড়া জরুরি, ডলি জহুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

বই আসলে অর্থ সম্পদ কুড়োতে সাহায্য করে না। বই পৃথিবীতে ছড়িয়ে থাকা পাথর, নুড়ি সংগ্রহ করতে শেখায়, যা দিয়ে মানুষ বাঁচে, স্বপ্ন দেখে। আর সেই স্বপ্ন দিয়ে একটি দেশ তৈরি হয়। শিশুদের মননশীল হিসেবে গড়ে উঠার জন্য সৃজনশীল বই পড়া জরুরি।
গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি ২০২৪) উত্তরা পাবলিক লাইব্রেরি হলরুমে বিকাল ৪.০০ টা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উত্তরা পাবলিক লাইব্রেরি আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম।.
পুরস্কার বিতরণী অনুষ্টানে সভাপত্বি করেন দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অধ্যাপক প্রকৌশলী ড. এ কে এম আবু রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান। সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন উত্তরা পাবলিক লাইব্রেরি পরিচালক মোঃ মোছলেউদ্দিন আহমেদ ও শ্রাবণী জামান তূর্ণা।
উক্ত অনুষ্ঠানে উত্তরা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বই ও সার্টিফিকেট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102