গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। ভোট বর্জনে প্রথম দফায় ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ২৬ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করে সরকারবিরোধী রাজনৈতিক জোট ও দলগুলো। জামায়াতসহ অন্যান্য দলও একই কর্মসূচি ঘোষণা করেছে।