মাঝে মধ্যে গুরুত্ব বুঝানোর জন্য
দুরত্ব প্রয়োজন।
ভালোবাসা বুঝানোর জন্য
বিচ্ছেদ প্রয়োজন।
আলোর তীব্রতা বুঝতে
আঁধারের প্রয়োজন।
সুখটাকে অনুভবের জন্য
দুঃখটাকে ভীষণ প্রয়োজন।
দিনের চাঞ্চল্য ফিরে পেতে
নিশুতি রাতের খুবই প্রয়োজন।
আমার নিঃসঙ্গতায় শুধু
তোমাকে প্রয়োজন
হে আমার প্রিয় কবিতা।।