এ ঘটনায় মামলার পর আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে নান্দাইল থানা পুলিশ সাংবাদিকদের ডেকে নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে বিস্তারিত জানায়।
এ ঘটনায় মামলার পর আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে নান্দাইল থানা পুলিশ সাংবাদিকদের ডেকে নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে বিস্তারিত জানায়।
অন্যদিকে তানভীরের ফেইসবুক আইডি ঘেঁটে জানা যায়, তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তারেক জিয়ার ছবি দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা প্রত্যাহারসহ খালেদা জিয়ার মুক্তি চেয়ে বেশ কয়েকটি পোস্ট দেন নিজের আইডিতে। এসব বিষয় নিয়ে চলছে ধুম্রজাল।
স্থানীয় আওয়ামী লীগ ও আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীরা দাবি করছেন, এটি এক ধরনের ষড়যন্ত্র। নির্বাচনকে ও দলকে প্রশ্নবিদ্ধ করতেই এই নাটক সাজানো হতে পারে।
ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল মো. সুমন মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অস্ত্র দুইটি পিস্তল সদৃশ বস্তু। ভয়ভীতি দেখানোর উদ্দেশেই এ কাণ্ড করেছে ওই যুবক। এ ঘটনায় মামলা হয়েছে। অপর দিকে অস্ত্র প্রদর্শনকারী শাহ আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’