সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

সাগরে ৬ ট্রলার ডুবি, ১১২ জেলে উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৫০ বার পঠিত

ঝড়ের কবলে পড়ে ১১২ জন জেলে নিয়ে মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

জেলেরা জানিয়েছেন, এফবি ঝুমাইশা মনি, এফবি আল্লাহরদান, এফবি মা-বাবার দোয়া, এফবি বিসমিল্লাহ-১, এফবি বিশ্বাস, এফবি দিদার ট্রলার হঠাৎ ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের খাজুরা মোহনা ও পূর্ব বঙ্গোপসাগরের হাইরের চর এক নং বয়া এলাকায় ডুবে যায়। এসময় পাশে থাকা অপর মাছধরা ট্রলার ও কোস্টগার্ডের সহায়তায় সাগরে ভাসমান ১১২ জেলের সকলেই উদ্ধার হয়েছে। তবে ২টি ট্রলার উদ্ধার করা গেলেও বাকি চারটি ট্রলারের কোন খোঁজ পাওয়া যায়নি।

মহিপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা জানান, ৬টি ট্রলার ডুবির ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102