আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক প্রচারণা অংশ হিসেবে উত্তরার ৪, ৬ ও ১১নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের মাঝে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দয়াল বড়ুয়ার পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ জুলাই) জুম’আর নামাজের পর এ প্রচারণায় অংশ নেন দয়াল বড়ুয়ার কর্মী-সমর্থকরা।
এদিকে এ বিষয়ে কথা হলে দয়ার বড়ুয়া জানান, ঢাকা-১৮ আসনকে নিয়ে আমার দীর্ঘদিনের পরিকল্পনাগুলো লিফলেট বিতরণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমি আশাবাদী, এই আসনকে নিয়ে আমার যে স্বপ্ন তা যদি এই অঞ্চলের জনসাধারণ বুঝতে সক্ষম হয়; তাহলে তারাই সিদ্ধান্ত নিবে যে এই আসনে তাদের কেমন জনপ্রতিনিধি প্রয়োজন।
এসময় তিনি বলেন, কারো ওপর নিজেকে চাপিয়ে দিতে চাই না। আমি শুধু এই আসনের উন্নয়নে আমার পরিকল্পনাগুলো জানাতে চাচ্ছি। এরপর বাকি সিদ্ধান্তটা জনগণ নিবে।