চট্টগ্রাম ফোরাম উত্তরার কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা শুক্রবার ফোরামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম ফোরামের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ফারুকের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া।
এ সময় পরিষদের সিনিয়র সহ সভাপতি- মাহবুবুল আলম, সহ সভাপতি নুরুল আমিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাছের, যুগ্ম সম্পাদক মুবিন হায়দারসহ চট্টগ্রাম ফোরাম উত্তরার কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
এসময় দয়াল কুমার বড়ুয়া বলেন, আমি চট্টগ্রামের সন্তান হিসেবে গর্বিত যে চট্টগ্রাম ফোরামের পৃষ্ঠপোষক হিসেবে আপনারা আমাকে সম্মানিত করেছেন। আমি ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি যতদিন জীবিত আছি চট্টগ্রাম ফোরাম উত্তরার পাশে থাকবো।