আওয়ামী পন্থী আইনজীবীদের অভিযোগ, বিএনপিপন্থী আইনজীবীদের হামলায় আইনজীবী আতাউর রহমান আহত হয়েছেন। সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে তিনিও একজন।
আওয়ামী পন্থী আইনজীবীদের অভিযোগ, বিএনপিপন্থী আইনজীবীদের হামলায় আইনজীবী আতাউর রহমান আহত হয়েছেন। সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে তিনিও একজন।
বিএনপিপন্থী আইনজীবীরা সমিতির বিদ্যমান কমিটিকে উদ্দেশ করে ভোট চোর, ভোট চোর বলে স্লোগান দিতে থাকেন। অন্যদিকে আওয়ামী পন্থী আইনজীবীরাও ব্যালট চোর বলে স্লোগান দিতে থাকেন। বেলা দেড়টার দিকে দুই পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে হট্টগোল শুরু হয়। এতে আদালত অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাক্কাধাক্কি, হাতাহাতির মধ্যে পড়ে এ সময় আহত হন আইনজীবী আতাউর রহমান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল বলেন, বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হামলায় নেতৃত্ব দিয়েছেন। হামলা থেকে আতাউর রহমানের মতো একজন বয়স্ক ব্যক্তিও রেহাই পাননি। আরো বেশ কিছু আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
হট্টগোল, হামলা, ভাঙচুরের মধ্য দিয়ে গত ১৫ ও ১৬ মর্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪টি পদের সবটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয় পায়। এ নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। এর পর থেকে বিএনপিপন্থী আইনজীবীরা আন্দোলন করে আসছেন। এর মধ্যে ৩০ মার্চ একদল আইনজীবী তলবি সভা ডেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।