বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

সুপ্রিম কোর্ট বারে ধাক্কাধাক্কি-হট্টগোল, বয়োজ্যেষ্ঠ আইনজীবী আহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৩৯ বার পঠিত
সুপ্রিম কোর্টে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল-স্লোগান, বিক্ষোভের এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বয়োজ্যেষ্ঠ এক আইনজীবী।

আওয়ামী পন্থী আইনজীবীদের অভিযোগ, বিএনপিপন্থী আইনজীবীদের হামলায় আইনজীবী আতাউর রহমান আহত হয়েছেন। সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে তিনিও একজন।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে ফের বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি মিছিল-স্লোগান, বিক্ষোভের এক পর্যায়ে হট্টগোল-ধাক্কাধাক্কি শুরু হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে দুই পক্ষের আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে মারমুখি হয়ে ওঠেন।

বিএনপিপন্থী আইনজীবীরা সমিতির বিদ্যমান কমিটিকে উদ্দেশ করে ভোট চোর, ভোট চোর বলে স্লোগান দিতে থাকেন। অন্যদিকে আওয়ামী পন্থী আইনজীবীরাও ব্যালট চোর বলে স্লোগান দিতে থাকেন। বেলা দেড়টার দিকে দুই পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে হট্টগোল শুরু হয়। এতে আদালত অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাক্কাধাক্কি, হাতাহাতির মধ্যে পড়ে এ সময় আহত হন আইনজীবী আতাউর রহমান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল  বলেন, বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হামলায় নেতৃত্ব দিয়েছেন। হামলা থেকে আতাউর রহমানের মতো একজন বয়স্ক ব্যক্তিও রেহাই পাননি। আরো বেশ কিছু আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তবে হামলার এ অভিযোগ অস্বীকার করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ‘এ আভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি, প্রতিবাদ সমাবেশ করেছি।’

হট্টগোল, হামলা, ভাঙচুরের মধ্য দিয়ে গত ১৫ ও ১৬ মর্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪টি পদের সবটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয় পায়। এ নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। এর পর থেকে বিএনপিপন্থী আইনজীবীরা আন্দোলন করে আসছেন। এর মধ্যে ৩০ মার্চ একদল আইনজীবী তলবি সভা ডেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102