শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩ মে, ২০২৩
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে মনুষ্যবিহীন দুটি ড্রোন থেকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আলজাজিরা।

বুধবার রাশিয়ার সরকার এই অভিযোগ করেছে এবং বেশ কয়েকটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। পুতিনকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে তারা।

তবে হামলায় পুতিন আহত হননি এবং ক্রেমলিন ভবনের কোনো বস্তুগত ক্ষতি হয়নি বলে জানিয়েছেন রাশিয়ান কর্মকর্তারা। তারা কথিত হামলাটিকে “সন্ত্রাসী” আক্রমণ হিসাবে আখ্যা দিয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে। মস্কো এই ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না। ক্রেমলিন সতর্ক করেছে, রাশিয়া প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

তবে পুতিনের বাসভবনে ড্রোন হামলায় ইউক্রেনের ওপর দোষারোপ করা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102