গণতন্ত্রকে অর্থবহ ও জবাবদিহিতামূলক শাসন প্রতিষ্ঠায় বিরোধীদল বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
সম্প্রতি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এই আহ্বান জানান।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা নিয়ে রমজানের তাৎপর্যকে উপলব্ধি করে ধৈর্য ও সংযমের পথে এগিয়ে আসুন। আন্দোলনের ভয় দেখিয়ে, নাশকতা সৃষ্টি করে এবং ঈদের জামাতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ক্ষমতায় আসা যাবে না।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি সিতাংশু তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান বারী সুজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ও জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।