বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

২৬ দিনে ইরানে ৫৫ মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ বার পঠিত

চলতি বছর ২০২৩ সালের প্রথম ২৬ দিনে ৫৫ মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নরওয়ের মানবাধিকার সংস্থা ‘আইএইচআর’।

আইএইচআর বলছে, জানুয়ারি মাসের প্রথম ২৬ দিনে ৫৫ মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে ইরান।

সংস্থাটির দাবি, হিজাব বিতর্ক ঘিরে বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই পদক্ষেপ নিয়েছে ইরান প্রশাসন। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৫৫ জনই হিজাব বিতর্কে অংশ নেননি।

আরেক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজাব বিক্ষোভে অংশ নেওয়ার কারণে এ মাসে এ পর্যন্ত চার জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে কনিষ্ঠতমের বয়স ১৮ বছর।

এছাড়া হিজাব প্রসঙ্গে সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে বর্তমানে ১০৭ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।

এছাড়াও প্রশাসনের বিরুদ্ধে গেলে পরিণতি যে কতটা কঠোর হতে পারে তা প্রমাণ করতেই এই মৃত্যুদণ্ডের হার বাড়ানো হয়েছে বলে দাবি করছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102