বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চাই না : ববি হাজ্জাজ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ বার পঠিত

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, আওয়ামী লীগ চায় নির্বাচন না দিয়েই ক্ষমতায় থাকতে, আর বিএনপি চায় যে করেই হোক তাদের দল ক্ষমতায় বসুক। এরা কেউ জনগণের জন্য রাজনীতি করে না। তাই আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চাই না। 

রোববার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত ‘চলমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট উত্তরণের উপায়; জন প্রত্যাশা, বাস্তবতা এবং সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলনের আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, সব সমমনা দলকে নিয়ে সামনে আমাদের কঠোর আন্দোলনে নামতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ কখনো  নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেবে না।

আগামী সংসদ নির্বাচন প্রতিহত করার বিষয়ে ববি হাজ্জাজ বলেন, কেউ না আসলেও আমি ববি হাজ্জাজ একা সেই নির্বাচনকে প্রতিহত করব যদি তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102