বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

এক মাসে ৫৫ কেজি সোনাসহ মালামাল জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গত নভেম্বরে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫৫ কেজির বেশি সোনা জব্দ করেছেন। এ সময় বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসহ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সোনাসহ জব্দ করা মালামালের মূল্য প্রায় ১৩৪ কোটি ৩৭ লাখ ১৩ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৯৮৯ পিস ইয়াবা বড়ি, দুই কেজি ১৬২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, চার কেজি হেরোইন, ১২ হাজার ৫৭৬ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৯১০ বোতল বিদেশি মদ, এক হাজার ৩১৫ ক্যান বিয়ার, ২১৪ লিটার বাংলা মদ, এক হাজার ৮৮১ কেজি গাঁজা, এক লাখ ৩৭ হাজার ৩৮৪ প্যাকেট বিড়ি-সিগারেট, ২৩ হাজার ৯৭৪টি নেশাজাতীয় ইনজেকশন, আট হাজার ৫৯২টি এস্কাপ সিরাপ, এক হাজার ৬১৮ বোতল এমকেডিল-কফিডিল, দুই লাখ ৯১ হাজার ৬৭৬ পিস বিভিন্ন ধরনের ওষুধ, ৪২ হাজার ১০০টি অ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট এবং এক লাখ ৫০ হাজার ৮৭৩টি অন্যান্য ট্যাবলেট।

জব্দ করা অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৫৫ কেজি ৫৪৬ গ্রাম সোনা, সাত কেজি রুপা, দুই লাখ ১২ হাজার ৫৬৩টি প্রসাধন পণ্য, ১০ হাজার ৪৯৪টি ইমিটেশনের গয়না, ১৭ হাজার ৪২৪টি শাড়ি, ছয় হাজার ১১টি থ্রিপিস, শার্ট পিস, চাদর ও কম্বল, এক হাজার ৬৩১টি তৈরি পোশাক, দুই হাজার ৯৮৯ ঘনফুট কাঠ, ছয় হাজার ৮০ কেজি চা-পাতা, ৭৮ হাজার ৫৩৩ কেজি কয়লা, ৫৪ কেজি ৫০০ গ্রাম কচ্ছপের হাড়, একটি কষ্টিপাথরের মূর্তি, দুটি ট্রাক-কাভার্ড ভ্যান, তিনটি মাইক্রোবাস-চাঁদের গাড়ি, পাঁচটি পিকআপ, ২৪টি সিএনজি-ইজি বাইক এবং ৬৮টি মোটরসাইকেল।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে সাতটি পিস্তল, আটটি গান, আটটি ককটেল, ২৪টি মর্টার শেল, একটি ম্যাগাজিন ও ৫৬টি গুলি রয়েছে।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৬ জনকে আটক করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১০৪ জন বাংলাদেশি ও ভারতীয় ছয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102