আবারো ট্রলের শিকার হয়েছেন বলিউডের আইটেম কন্যা নোরা ফাতেহি। আর এবার তিনি ট্রলের শিকার হয়েছেন ভারতের জাতীয় পতাকা উল্টো করে ধরে। কাতারের দোহায় আল বিদা পার্কে ফিফা ওয়ার্ল্ড কাপের ফ্যান ফেস্টের মঞ্চে এ ঘটনা ঘটে।
নোরার ভিডিওর নিচে এসে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। কেউ লেখেন, ‘তেরঙ্গা (ভারতের পতাকা) ঠিক সে ধরো’। আর একজন লিখেছেন, ‘ভারতীয় পতাকা উল্টো করে কেন ধরেছেন ম্যাডাম।’ কারোর মন্তব্য, ‘নাচ করতে গেছেন তো ওটাই করুন, জাতীয় পতাকার অবমাননা করবেন না।’