শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

আইএসের শীর্ষ নেতা নিহত, নতুন নেতার নাম ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)- এর শীর্ষ নেতা  যুদ্ধে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার আইএস তাদের একটি অডিও বার্তায় মৃত্যু নিশ্চিত করেছে।

এই জঙ্গী গোষ্ঠীর একজন মুখপাত্র বলেছেন, হাশিমি একজন ইরাকি। ‘আল্লাহর শত্রুদের সাথে যুদ্ধে তিনি নিহত হয়েছেন।

’এর বাইরে তার মৃত্যু নিয়ে বিস্তারিত কিছু জানাননি ওই অডিও বার্তায়।

এদিকে নতুন একজন শীর্ষ নেতাকে তারা বেছে নিয়েছেন। নতুন নেতার নাম আবু আল-হোসাইন আল-হোসাইনি আল কোরায়শি বলে জানানো হয়।  আবু হাসান আল-হাশিমি আল-কুরায়েশি মতোই একজন নতুন নেতা পেয়েছেন বলে নতুন ওই অডিও বার্তায় জানানো হয়।

২০১৪ সালে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখল করে নিজেদের রাজ্য ‘খিলাফত’ প্রতিষ্ঠিত করে আইএস। তবে তিন বছরের মধ্যে, ২০১৭ সালে সিরিয়া অংশে নিজেদের অধিকৃত বেশিরভাগ এলাকা হারায় তারা। এর দুই বছর পর ২০১৯ সালে ইরাকের অধিকৃত অঞ্চলগুলোও তাদের হাতছাড়া হয়।

চলতি বছররের শুরুতে  উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছিলেন আইএসের সাবেক প্রধান আবু ইব্রাহিম আল কোরায়শি। তিনি নিহত আবু হাসান আল কোরায়শির পূর্বসূরী ছিলেন। আবু ইব্রাহিমের পূর্বসূরী আবু বকর আল বাগদাদিও নিহত হয়েছিলেন ইদলিবেই ।

সূত্র : এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102