শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পোশাক শ্রমিকদের রেশন নিয়ে পরিকল্পনা করছি: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আদর্শ পারিবারিক পাঠাগার উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আছমত উল্লাহ ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ডে লাইফ সিল্ক ফাউন্ডেশনের উদ্যোগে উত্তরায় ইফতার বিতরণ ১৮০ জনের হাতে ঈদ উপহার তুলে দিল শতায়ু সংসদ উত্তরা মাইলস্টোন কলেজের স্টাফদের বিরুদ্ধে দর্জি দোকানীকে মারধরের অভিযোগ পোশাক খাতে সর্বোচ্চ রপ্তানি আয়ের মাস জানুয়ারি: বিজিএমইএ পুনঃরায় সিআইপি নির্বাচিত হলেন খসরু চৌধুরী এমপি উত্তরায় ওয়ার্ডবয় দিয়ে হার্টের ‘ইটিটি’ করানোর অভিযোগ লন্ডনে বাংলাদেশী শিক্ষার্থী সংগঠনের আত্মপ্রকাশ

‘আমাদের মধ্যে এখন কোনো বিভেদ নেই’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১০৬ বার পঠিত

শিল্পী সমিতির ভোটে জয়ের ৯ মাস পর নিজ পদের জন্য শপথ নিলেন চিত্রনায়িকা মৌসুমী। অন্যদিকে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে সমিতির সহ-সভাপতি রুবেল ও ডিপজল ফুল দিয়ে বরণ করে নিলেন। 

এর মধ্যে দিয়ে রোববার ৯ মাস ধরে চলে আসা শিল্পীদের মধ্যকার দ্বন্দ্বের অবসান হলো যেনো।   জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচিতরা এতদিন সমিতি থেকে দূরে থাকলেও অবশেষে সবাই সমিতির এক টেবিলেই বসলেন।

316379458_511231130946337_4592332322218796881_n

তারা জানান, আলাদত যেহেতু কদিন আগে রায় দিয়েছে, তাই তারা নিপুণকে অফিশিয়ালি বরণ করেছেন।

শিল্পী সমিতির মিটিংয়ে দুই প্যানেল থেকে নির্বাচিত  নেতা রিয়াজ, সাইমন, ইমন, জয় চৌধুরী, অঞ্জনা, কেয়া, জাদু আজাদ, আরমান, জেসমিন, নাদির খান, শাহনূরসহ অনেকেই হাজির হোন।

316762587_499851262092202_8214804629921262200_n

শিল্পী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইমন বলেন, মৌসুমী আপা আজ শপথ নিয়েছেন। পাশাপাশি ডিপজল ভাই, রুবেল ভাইসহ নির্বাচিত প্রত্যেকেই শিল্পী সমিতিতে এসেছিলেন। তারা নিপুণকে বরণকরে নিয়েছেন। আমাদের মধ্যে এখন আর কোনো বিভেদ নেই।

ডিপজল বলেন, সমিতির মধ্যে বিভাজন ও দ্বন্দ্ব চাইনি, পছন্দও করিনি। বরাবরই বলে এসেছি, চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে আমাদের একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। নীতিগতভাবে আমাদের প্যানেলের সাধারণ সম্পাদক জায়েদ খানকে আমরা সমর্থন দিয়ে এসেছি। যেহেতু বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই আমরা আদালতের রায়ের অপেক্ষা করেছি। আর শুরু থেকেই বলেছি, আদালত যে রায় দেবেন তা সবার মেনে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102