বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

ফরাসি জাদুঘর থেকে ৯৫ লাখ ইউরোর পোরসেলিন চুরি

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
ফ্রান্সের একটি সিরামিক জাদুঘরে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে এক দুর্ধর্ষ চুরি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাদুঘরটিতে চুরির ঘটনায় অন্তত ৯৫ লাখ ইউরোর মালামাল খোয়া গেছে।পুলিশ সূত্র ও হট-ভিয়েন প্রিফেকচারের তথ্য অনুযায়ী, মধ্যাঞ্চলীয় শহর লিমোজে অবস্থিত আদ্রিয়েন দুবুশে জাতীয় জাদুঘর থেকে পোরসেলিনের দুটি চীনা সামগ্রী চুরি হয়েছে।

পুলিশের সূত্র অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় সোয়া ৩টায় জাদুঘরটিতে অ্যালার্ম বেজে ওঠে।ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ এক প্রতিবেদনে জানিয়েছে, চুরি হওয়া সামগ্রী দুটি একটি বেসরকারি সংগ্রহশালা থেকে অস্থায়ী প্রদর্শনীর জন্য ধার নেওয়া হয়েছিল।জাদুঘরের ওয়েবসাইট অনুযায়ী, সেখানে প্রায় ১৮ হাজার শিল্পকর্ম সংরক্ষিত আছে, যার মধ্যে লিমোজ পোরসেলিনের সবচেয়ে বড় সরকারি সংগ্রহও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102