মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ৩৯ জন বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৭-এর কাছে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
হস্তান্তর অনুষ্ঠানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ১১ বিএসএফ গান্দিনা ক্যাম্পের এসি সুনিল কুমার এবং বাংলাদেশের পক্ষে কাজিপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান। এসময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইলও উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, ফেরত আসা ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা ভিন্ন সময়ে গরু রাখাল, শ্রমিক বা পারিবারিক কাজে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। কেউ কেউ আত্মীয়-স্বজনের বাড়িতেও আশ্রয় নেন। পরবর্তীতে ভারতীয় পুলিশ ও বিএসএফের হাতে আটক হয়ে আদালতের প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
হস্তান্তরের পর বিজিবি তাদের গাংনী থানায় হস্তান্তর করেছে। থানার ওসি বানি ইসরাইল বলেন, তাদের পরিচয় ও জেলা নিশ্চিতকরণের পর আইনগত প্রক্রিয়া শেষে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।