উত্তরা বিজনেস ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শনিবার রাত ৮টায় উৎসবমুখর পরিবেশে এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আলী মুর্তজা দিপু চৌধুরী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রফিক, সাধারণ সম্পাদক মো. আইনুল হক নাহিয়ান এবং অর্থ সম্পাদক মো. মনির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আশিষ ইকবাল উল্লাস, গাজিবুর রহমান, ইদ্রিস হোসেন, লিচু মিয়া, নোমান গ্রুপের হেড অফ প্রটোকল মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, ফরাজি হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুক্তার হোসেন, মানবাধিকার কর্মী সাহিদা পারভীন রত্না, কেমিক্যাল ব্যবসায়ী শারমিন জাহান, আজিজুল হক মুন্নাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা এবং নেটওয়ার্কিং বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—ব্যবসায়িক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম গড়ে তোলা, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি, সেমিনার ও প্রশিক্ষণ আয়োজন, সামাজিক দায়বদ্ধতা পালন এবং বাজার তথ্য বিনিময়।
আয়োজকরা জানান, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা করাই হবে উত্তরা বিজনেস ক্লাবের প্রধান লক্ষ্য।