আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সেবা বঞ্চনা ও অনিয়মের কারণে মানুষ বিরক্ত ও নিরুপায় হয়ে বিদেশে চিকিৎসা নিতে যায়। প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের উদ্দেশে তিনি বলেন, “৪ থেকে ৫ বিলিয়ন ডলারের স্বাস্থ্যসেবা বাজার আপনারাই নিতে পারেন। রোগীরা সঠিক সেবা পেলে বিদেশ যাবে না। এতে যেমন আপনাদের লাভ, তেমনি দেশেরও লাভ।”
শনিবার রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল অভিযোগ করে বলেন, অনেক চিকিৎসক গরিব রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট দেন। ওষুধ কোম্পানির সঙ্গে অনৈতিক যোগসাজশ ও নির্দিষ্ট ওষুধ কেনার চাপও তৈরি করা হয়। এ ধরনের অনিয়ম বন্ধের আহ্বান জানান তিনি।
নার্স ও স্বাস্থ্যকর্মীদের স্বল্প বেতন প্রসঙ্গে তিনি বলেন, “নার্সদের ১২ হাজার টাকা বেতন দিয়ে ভালো সেবা আশা করা যায় না। হাসপাতালের মালিকরা কোটি টাকার বাগানবাড়ি রাখতে পারেন, অথচ কর্মীদের ন্যায্য বেতন দেন না। লাভ করুন, তবে ন্যায্যভাবে করুন।”
তিনি আরও বলেন, করোনা মহামারির সময়ে প্রমাণিত হয়েছে দেশীয় চিকিৎসকরা সক্ষম। তাই বিদেশমুখী চিকিৎসার প্রবণতা রোধে সেবার মান ও কর্মীদের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য তিনি হাসপাতাল মালিকদের প্রতি আহ্বান জানান।