বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

পিআর বিতর্কে বিএনপি না, জামায়াতে হ্যাঁ তে অবস্থান

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

শনিবার (১৬ আগস্ট) নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশীপ প্রশিক্ষণ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “পিআর পদ্ধতি (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) নতুন করে আমাদের চাওয়ার বিষয় নয়। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দু’টি পদ্ধতির কথা বলেছেন—একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতি।”

পরওয়ার আরও বলেন, “আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। পৃথিবীর ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে এবং এটি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। বিএনপি যেমন ‘না’তে অনড়, জামায়াতে ইসলামীও ‘হ্যাঁ’-তে অটল।”

তিনি উল্লেখ করেন, পিআর পদ্ধতিতে ভোটের যথাযথ মূল্যায়ন হবে, মনোনয়নবাণিজ্য ও কালো টাকার প্রভাব বন্ধ হবে। প্রতিটি ভোটের গুরুত্ব সমান হবে—রাষ্ট্রপতির ভোটের মতোই রিকশাওয়ালার ভোটও সমানভাবে গণনা হবে। এতে কোয়ালিটি সম্পন্ন সংসদ গঠিত হবে।

প্রশিক্ষণে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102