শুক্রবার (১৫ই আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ–মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “বাকশালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান, সামরিক স্বৈরশাসনের গোরস্তানে গণতন্ত্র এনেছিলেন খালেদা জিয়া, আর ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান।”
নজরুল ইসলাম খান আরও উল্লেখ করেন, বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে মাত্র ৯ বছরে ক্ষমতায় ফিরে এসেছে, যা বহু বছরের লড়াই ও সংগ্রামের ফল। তিনি বলেন, “সামরিক স্বৈরশাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের ইতিহাস খালেদা জিয়ার হাত ধরেই রচিত হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা তাঁর নেতৃত্বে স্থিতিশীল হয়েছে।”
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার দুর্যোগময় কারাবাস এবং স্বাস্থ্যহানির কথা তুলে ধরে, দায়ীদের বিচারের দাবি জানান। মির্জা আব্বাস বলেন, “কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সময় তাঁর মানবেতর জীবন ও নিপীড়ন আমরা প্রত্যক্ষ করেছি।”
দোয়া ও মিলাদ–মাহফিল সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্যসচিব আবুল হোসেন।