বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

বনানীতে রাহাত হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর বনানীতে থ্রি সিক্সটি শিশা লাউঞ্জে ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামি মুন্না (২৭) ও মাকসুদুর রহমান হামজা (২৬) কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৪ আগস্ট ভোর ৫টা ২৮ মিনিটে বনানীর ১১ নম্বর রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় নামার সময় রাহাতের পথরোধ করে মুন্না ও হামজা। রাহাত মুন্নাকে চিনতে পেরে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মুন্না তার পাঞ্জাবির পকেট থেকে ধারালো ছুরি বের করে রাহাতকে উপর্যুপরি আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত রাহাতকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বনানীতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে র‌্যাব-১ ঘটনাটি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। পরে ১৫ আগস্ট ভোরে বিশ্বস্ত সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, আসামি হামজা কুমিল্লার বরুড়া থানার গামরুয়া এলাকায় আত্মগোপন করেছে। র‌্যাব-১ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে প্রথমে হামজাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে একই এলাকা থেকে মুন্নাকেও গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতদের মধ্যে হামজা কুমিল্লার দেবিদ্বার উপজেলার গাংটিয়ারার বাসিন্দা এবং মুন্না ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহত রাহাতের বাবা রবিউল আওয়াল বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা (মামলা নং-১৭) দায়ের করেছেন। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102