জমি নিয়ে বিরোধে পেট্রল ঢেলে নারীকে পুড়িয়ে হত্যা
অনলাইন ডেস্ক
-
আপডেট টাইম:
শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জরিনা বেগম (৫৩) নামের এক নারীকে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। এক মাস ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে নিহতের মরদেহ নিজবাড়িতে দাফন করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৪) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।নিহত উপজেলার হবদেশ এলাকার মজিবুর রহমানের স্ত্রী।পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসের ৬ জুলাই জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নিহতের স্বামী মজিবুর রহমানের ছোট ভাই দুলাল মিয়াদের সঙ্গে ঝগড়া-বিবাদ হয়। পরে ওই দিন রাতে অভিযুক্ত দুলাল মিয়ার নেতৃত্বে কয়েকজন মিলে মজিবুর রহমানের স্ত্রী জরিনা বেগমের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেই খানে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী মজিবুর রহমান বাদী হয়ে গত ৭ জুলাই জামালপুর সদর থানা মামলা দায়ের করেন।জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, ‘এ ঘটনায় দুই জন আসামি গ্রেপ্তার হয়েছিলেন। তারা এখন আদালত থেকে জামিনে আছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..