মাছের বাজারেও দাম চড়া। বড় ইলিশ কেজি ২৪০০ থেকে ২৫০০ টাকা, ছোট ইলিশ ১৫০০ থেকে ১৮০০ টাকা, বড় রূপচাঁদা ১৬০০ টাকা, ছোট রূপচাঁদা ১০০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতলা ৭০০ থেকে ৮০০ টাকা, পাঙ্গাস ৬০০ টাকা, বোয়াল ৯০০ টাকা, তেলাপিয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, শিং মাছ ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
মিরপুর-৬ বাজারে সবজি কিনতে আসা এক ক্রেতা বলেন, সব কিছুর দাম বাড়ছে, কিন্তু আয় বাড়ে না। বাজারে এক হাজার টাকা নিয়ে এলেও ঠিক মতো কোনো কিছু মেলে না।
আরেক ক্রেতা বলেন, একটু বৃষ্টি হলেই দাম আকাশছোঁয়া হয়ে যায়। মনে হয়, দাম বাড়ানোর জন্যই অনেকে আবহাওয়ার সুযোগ নেয়।