শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

জিয়া হত্যায় হাসিনার হাত নেই, বলাটা নিশ্চিত নয়: গয়েশ্বর

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার মাত্র ১৩ দিনের মধ্যে জিয়াউর রহমানকে হত্যা করা হয়, তাই জিয়াউর রহমানের মৃত্যুর সাথে শেখ হাসিনার হাত নেই তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

মঙ্গলবার রাজধানীর পল্টনে জাতীয় নেতা আরাফাত রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসান বলেন, “জুলাই শহীদদের স্বপ্ন পূরণে স্বচ্ছ ও নির্ভরযোগ্য প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, যাতে জনগণ ভয়শূন্য পরিবেশে ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে পারে।”

এছাড়া, বনানী কবরস্থানে আরাফাত রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার শিকার আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু ঘটে স্বাধীন ও স্বাভাবিক রাজনীতির অভাবে। এই পরিস্থিতি স্বাভাবিক থাকলে তার মৃত্যু হয়নি।”

রিজভী আরও অভিযোগ করেন, “দেশে একটি গোষ্ঠী ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত। পাশাপাশি চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে সরকারকে আরও সোচ্চার হওয়ার আহবান জানাচ্ছি।”

বিএনপির এই নেতৃবৃন্দের বক্তব্য থেকে স্পষ্ট যে, তারা দেশের রাজনৈতিক অবস্থা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102