বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রির উদ্যোগ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদ বিক্রির পরিকল্পনা চলছে। ব্রিটেনে তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ ওঠার পর বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করলে সাইফুজ্জামানের ১৭ কোটি পাউন্ড মূল্যের তিন শতাধিক বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের তথ্য প্রকাশ পায়।

দ্য টেলিগ্রাফ জানায়, তার নিয়ন্ত্রণাধীন ছয়টি প্রোপার্টি কোম্পানি বিক্রির প্রক্রিয়ায় রয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকসহ শেখ হাসিনার পরিবারের কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের অংশ হিসেবে এসব তথ্য সামনে এসেছে।

বাংলাদেশের অনুরোধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) গত জুনে তার কিছু সম্পদ জব্দ করেছে, যার মধ্যে রয়েছে নর্থ লন্ডনের সেন্ট জনস উডে ১১ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাড়ি ও সেন্ট্রাল লন্ডনের ফ্ল্যাটসমূহ।

সাইফুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসব সম্পদ বৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি চলছে। বর্তমানে গ্রান্ট থর্নটন প্রশাসক হিসেবে এসব সম্পদ বিক্রি করে দেনা পরিশোধের কাজ করছে।

দেনাদারদের মধ্যে সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের বড় ব্যাংকগুলো রয়েছে, যারা প্রায় ৩৫০ মিলিয়ন ডলার ফেরতের দাবি জানিয়েছে।

অন্যদিকে, শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও বাংলাদেশে দুর্নীতি মামলার তদন্ত চলছে। বাংলাদেশি আদালত গত সপ্তাহে তাদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102