বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

গাজায় মৃত্যু ৬১ হাজার ছাড়াল; অনাহারে মৃত্যু ১০১ শিশু

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণহানি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সোমবার (১১ আগস্ট) পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৪৯৯ জন, আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপ ও সড়ক থেকে ৬৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছেন ৩৬২ জন। ইসরায়েলি অবরোধ ও চলমান হামলার কারণে বহু মরদেহ এখনও উদ্ধার সম্ভব হয়নি। মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে ইসরায়েলি হামলায় গত একদিনে নিহত হয়েছেন আরও ২৯ জন, আহত ১২৭ জন। এ ধরনের ঘটনায় চলতি বছরের ২৭ মে থেকে প্রাণ গেছে ১,৮০৭ জনের, আহত হয়েছেন ১৩,০২১ জনেরও বেশি।

ক্ষুধা ও পুষ্টিহীনতায় গাজার মানুষের মৃত্যু বেড়েই চলছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছেন ৫ জন, যার মধ্যে একজন শিশু। যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা ২২২ জন, এর মধ্যে ১০১ শিশু।

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) বিচারের মুখোমুখি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102