মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। মঙ্গলবার সকালে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে তাদের উপস্থিতিতেই দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়।
পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে—
প্রতিরক্ষা সহযোগিতা
বাণিজ্যিক লেনদেন উন্নয়ন
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ
এলএনজি অবকাঠামো উন্নয়ন
পেট্রোলিয়াম পণ্য সরবরাহ
এছাড়া তিনটি নোট অব এক্সচেঞ্জের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছে—
উচ্চশিক্ষায় সহযোগিতা
কূটনীতিকদের প্রশিক্ষণ বিনিময়
হালাল ইকোসিস্টেম উন্নয়ন
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছান। এই সফরে স্বাক্ষরিত চুক্তিগুলো দুই দেশের অর্থনৈতিক, জ্বালানি ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।