বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

৫৬তম জন্মবার্ষিকীতে কোকো স্মরণে ফুটবল টুর্নামেন্ট

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশের প্রয়াত ক্রীড়া সংগঠক ও বিএনপির প্রয়াত নেতা মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নবী উল্লাহ নবী। সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আনিসুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন খান, ডেমরা থানা যুবনেতা নুরুল ইসলাম মনির মুন্সি, ৬৭ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, “মরহুম আরাফাত রহমান কোকো শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি দেশের ক্রীড়া অঙ্গনের এক অকৃত্রিম বন্ধু ও উন্নয়নের পথিকৃৎ ছিলেন। ফুটবলসহ খেলাধুলার উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে।”

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হয়। আয়োজকদের মতে, এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় ক্রীড়া চর্চার নতুন ধারা সৃষ্টি হবে, যা যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102