গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে উত্তরা প্রেসক্লাব। শনিবার দুপুরে উত্তরা পূর্ব থানা প্রবেশপথে আয়োজিত এ কর্মসূচিতে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয়ভাবে কর্মরত বহু সাংবাদিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় প্রকাশ্যে গলা কেটে বা কুপিয়ে সাংবাদিক হত্যার মতো ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। তারা সাগর-রুনি হত্যাসহ অতীতে সংঘটিত সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করেন। বক্তারা সতর্ক করে বলেন, “আমরা চুপ থাকলে আরও তুহিনদের রক্ত ঝরবে, আরও পরিবার শোকের ভার বইবে।”
উত্তরা প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে, না হলে ভবিষ্যতে আরও সাংবাদিক প্রাণ হারাবেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। তারা বলেন, জাতির চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, কিন্তু ন্যূনতম নিরাপত্তা ছাড়াই জীবন বাজি রেখে কাজ করতে হচ্ছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন শুক্রবার নিহতের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন। এ নৃশংস হত্যাকাণ্ড দেশের সাংবাদিক সমাজসহ সচেতন মহলে গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে।