রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে চলমান অভিযানে গত দুই দিনে ৩ হাজার ৫৫৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার (৭ ও ৮ আগস্ট ২০২৫) পরিচালিত এই অভিযানে আইন লঙ্ঘনকারী মোট ৪৩২টি গাড়ি ডাম্পিং এবং ১১৬টি গাড়ি রেকার করা হয়।
ট্রাফিক আইন ও শৃঙ্খলা রক্ষায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেয়া হয়। ডিএমপি জানিয়েছে, যানবাহন চালকদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়াতে ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ডিএমপির এক কর্মকর্তা বলেন, “যানবাহন চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। জননিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএমপির এই কার্যক্রম চলমান থাকবে।”
এদিকে, নগরবাসীর অনেকে ট্রাফিক বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, নিয়মিত ও কঠোর প্রয়োগ ছাড়া ট্রাফিক আইন কার্যকর হবে না।