বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নয়, ভোটের অধিকার নিশ্চিতকরণে, স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও অগ্রণী ভূমিকা নিতে হবে।

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলস্থ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে মির্জা ফখরুল এসব মন্তব্য করেন। তিনি দেশের চিকিৎসকদের প্রশংসা করে বলেন, “দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা, সমস্যা সিস্টেমের। পারস্পরিক হিসেবের যে সংস্কৃতি, তা আমাদের ধ্বংস করে দিয়েছে।”

এছাড়াও, গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, “আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে যেন দেশের মানুষের জীবন-মৃত্যুর ঝুঁকি কমে।”

তিনি দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে সুসংগঠিত গণতন্ত্র ও ন্যায়সঙ্গত শাসন প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বকে এক অনিবার্য বিকল্প হিসেবে উল্লেখ করেন।

এর মাধ্যমে ফখরুল ক্ষমতার পরিবর্তনের প্রতি দৃঢ় সংকল্প এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে পুনর্ব্যক্ত করেছেন। তার ভাষণে দেশবাসীর ভোটাধিকার, স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তার পাশাপাশি সুষ্ঠু শাসনের গুরুত্ব উঠে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102