বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

পণ্যবাহী নৌযানের ওপর আছড়ে পড়ল হেলিকপ্টার, নিহত ২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে একটি হেলিকপ্টার একটি বার্জে (পণ্যবাহী নৌযান) আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনার পর ইলিনয়ের অ্যালটন শহরের কাছে নদীর ওই অংশে জলপথে সবধরনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, এমডি ৩৬৯ মডেলের হেলিকপ্টারটি বিদ্যুৎ লাইন স্পর্শ করার পর দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পর মাইল মার্কার ১৯৯ থেকে ২০১ পর্যন্ত নদীর অংশটি বন্ধ করে দেওয়া হয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন পথ।এতে করে মিডওয়েস্ট অঞ্চলের খামার থেকে ইউএস গাল্ফ অঞ্চলে শস্য পরিবহনে দেরি হতে পারে, বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। অ্যালটন শহরটি মিসিসিপি ও ইলিনয় নদীর সংযোগস্থলের নিচের দিকে অবস্থিত, যা নদীপথে বাণিজ্যের জন্য একটি কৌশলগত স্থান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102