মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

দিনাজপুরে ‘সায়েন্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো ‘সায়েন্স ফেয়ার ২০২৫’, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরেছে ভবিষ্যৎ পৃথিবীর সম্ভাবনার চিত্র।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দিনাজপুর শহরের বটতলা ঘাসিপাড়া মোড়ে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলায় ছিল প্রযুক্তিপূর্ণ ৪৭টি স্টল, যেখানে অংশগ্রহণ করে প্রায় ২০০ জন শিক্ষার্থী।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চেতনা ও সৃজনশীলতাকে সাধুবাদ জানিয়ে বলেন, “এই ধরনের আয়োজন আগামী প্রজন্মকে গবেষণাভিত্তিক শিক্ষায় উৎসাহিত করবে।”

বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রক্টর ডক্টর শামসুজ্জোহা প্রমুখ।

অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল রাওফাত জাহান, সহকারী শিক্ষক সাদিয়া আফরিন ও সুমিতা ইয়াসমিন চাদনী। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন সোহেল রানা, এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাহাদি হাসান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী স্টলগুলোর মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে — স্মার্ট সিটি রোবট, গ্যাস ডিটেক্টর, রেইন সেন্সর হাউজ, ভলকানো মডেল, ওয়াটার পিউরিফায়ার, ওয়ার্কিং জেনারেটর ।

বিজ্ঞান মেলাটি ছিল কেবল প্রদর্শনী নয়, বরং একটি চিন্তাশীল, গবেষণাভিত্তিক এবং আধুনিক প্রযুক্তির পরিচয় বহনকারী প্ল্যাটফর্ম। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট উপস্থাপনায় যেভাবে বিজ্ঞানচর্চার নানান দিক তুলে ধরেছে, তা অভিভাবক ও অতিথিদের কাছ থেকে ভূয়সী প্রশংসা অর্জন করে।

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ দিনাজপুরে শিক্ষাঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102