মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৮ই জুন তিনিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলো দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অধ্যাপক কলিমউল্লাহ ২০১৭ সালের ১লা জুন থেকে ২০২১ সালের ৯ই জুন পর্যন্ত বেরোবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে না আসা এবং দায়িত্বে অবহেলাসহ একাধিক অভিযোগে ২০২১ সালে ক্যাম্পাসে আন্দোলন করেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একটি প্ল্যাটফর্ম ‘অধিকার সুরক্ষা পরিষদ’ তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ তুলে ধরে ‘শ্বেতপত্র’ প্রকাশ করে, যা নিয়ে তদন্ত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102