দীর্ঘ ৯ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান গত সোমবার (৪ আগস্ট) রাজধানীর নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়। বিখ্যাত জুটি দেব-শুভশ্রী দর্শকদের সামনে আবারও একসঙ্গে হাজির হয়ে উচ্ছ্বাস ছড়িয়ে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোহন ভট্টাচার্য।
দেব বলেন, “দশ বছর আগে ‘ধূমকেতু’ তৈরি হয়েছিল, কিন্তু মুক্তি পায়নি। এত বছর পরও দর্শকদের উত্তেজনা দেখে সত্যিই সম্মানিত বোধ করছি। আমাদের জীবন অনেক বদলেছে, ঝগড়া-অশান্তিও হয়েছে, কিন্তু ‘ধূমকেতু’ আমাদের জন্য একটি আবেগ।” তিনি আরও বলেন, “যদি বুক চিরে ভালোবাসাটা দেখাতে পারতাম।”
শুভশ্রী জানান, “সবকিছুর একটি নির্দিষ্ট সময় থাকে, আর ৯ বছর পর ‘ধূমকেতু’র সেই সময় এসেছে।” দেব-শুভশ্রীর সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমরা জুটিটাকে বাঁচাতে অতিরিক্ত চেষ্টা করিনি, এই জুটি টিকে আছে আপনাদের ভালোবাসায়।”
২০১৩ সালে শুরু হওয়া ‘ধূমকেতু’ সিনেমার শুটিং ২০১৫ সালে শেষ হলেও নানা কারণে মুক্তি পায়নি। অবশেষে আগামী ১৪ আগস্ট সারা দেশে এটি প্রেক্ষাগৃহে আসছে, যা ভক্ত ও সিনেমাপ্রেমীদের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে।
দেব-শুভশ্রীর উপস্থিতিতে দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়ে, যেখানে সঞ্চালকের প্রশ্নে তাঁদের মধ্যেকার মধুর বন্ধুত্বের মুহূর্তগুলো সকলের মন ছুঁয়ে যায়।