মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

ফ্যাসিস্ট সরকার পতনের বর্ষপূর্তিতে মাদরাসা ছাত্রদের বিজয় র‍্যালি

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তিতে উত্তরায় ‘জুলাই মাদরাসা ছাত্র পরিষদ’-এর আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টায় এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড থেকে শুরু হয়ে র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনএস সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারী হাজারো মাদরাসা ছাত্রের কণ্ঠে ছিল ঐক্যবদ্ধ ও প্রতিবাদী স্লোগান—“লাখো শহিদের রক্তে কেনা দেশটা কারও বাপের না”, “রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে”—এতে উত্তরা প্রকম্পিত হয় বিজয়ের জোয়ারে।

সভাপতিত্ব করেন আহ্বায়ক আরাফাত নুর। বক্তব্য দেন সদস্য সচিব আব্দুল আহাদ, মুখপাত্র আব্দুল্লাহ ইকবাল, প্রধান সমন্বয়ক রিজওয়ান নাবিল, সংগঠক তোফাজ্জল হোসেন ইফতি, মাহবুব শেখ, আনোয়ার মাহমুদ প্রমুখ।

নেতারা বলেন, “এক বছর আগে আমরা বুকের রক্ত দিয়ে অন্যায় শাসনের অবসান ঘটিয়েছিলাম। আজকের এই র‍্যালি সেই বিস্ফোরণের স্মৃতিচারণ ও নতুন প্রতিজ্ঞার বহিঃপ্রকাশ।” তারা অভিযোগ করেন, “আজো মাদরাসা ছাত্রদের অবদানকে অস্বীকার ও বিকৃত করার অপচেষ্টা চলছে।”

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাইয়ের আন্দোলন ছিল আত্মমর্যাদার লড়াই। ইতিহাস বিকৃতির চেষ্টা করলে আবারও নতুন জুলাই আসবে।”

র‍্যালি শেষে শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102