বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

৫ই আগাস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

“আজ এবং আগামীর প্রতিটি ৫ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা এবং মানবিক মানুষ গড়ার দৃঢ় অঙ্গীকারের দিন।” মঙ্গলবার সকালে দলীয় ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ পালিয়ে গিয়েছিল, রাহুমুক্ত হয়েছিল দেশ। এ দিনটি বিজয়ের, এ দিনটি গণতন্ত্রপ্রেমী মানুষের আনন্দের।”

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার এ দিনকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে, যা প্রতিবছর সরকারি ছুটি হিসেবে উদযাপিত হবে।

তারেক রহমান বলেন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দিয়ে বিগত সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছিল। তিনি জোর দিয়ে বলেন, “প্রতিটি স্তরে জনগণ যদি সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে না পারে, তবে রাষ্ট্রে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না।”

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি মব ভায়োলেন্স থেকে বিরত থাকার অনুরোধ করেন।

শেষে তিনি জনগণকে গণতান্ত্রিক অধিকার চর্চার মাধ্যমে শক্তিশালী হয়ে ওঠার এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102