চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, তারা মায়ানমারের শান্তি ও ঐক্যের প্রচেষ্টাকে সমর্থন করে। চীনা মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘চীন মায়ানমারের জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন পথ ও দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচির স্থির অগ্রগতিকে সমর্থন করে।’অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনী ছয় হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং ২০ হাজারের বেশি মানুষকে নির্বিচারে আটক করেছে। তাদের জানুয়ারি মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বিচারবহির্ভূত মৃত্যুদণ্ড ফিরে এসেছে এবং ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেনাবাহিনী অবশ্য এই অভিযোগগুলোকে পশ্চিমা ‘ভুয়া প্রচার’ বলে প্রত্যাখ্যান করে।
২০২১ সালের অভ্যুত্থানকে সেনাবাহিনী বৈধতা দেওয়ার চেষ্টা করে এই দাবি করে—তারা ক্ষমতা দখলের আগে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে। যদিও সেই নির্বাচনে অং সান সু চির দল বিপুল ব্যবধানে জয়লাভ করেছিল এবং পর্যবেক্ষকরা এমন কোনো জালিয়াতির প্রমাণ পাননি, যা ফলাফল পরিবর্তন করতে পারত।