আটকদের আরেকজন শাহারুন বেগম বলেন, ‘ভারতে এখন একজন বাংলাদেশিকে ধরিয়ে দিলেই ৫০ হাজার রুপি দেওয়া হয়। সেখানে ব্যাপক ধর-পাকোর চলছে। আধার কার্ডসহ সব কাগজপত্র থাকার পরেও তারা আমাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।’আছিয়া আক্তার নামের আরেকজন বলেন, ‘আমাদেরকে ৬ জুলাই আটক করে পুলিশ। তারপর একটি হোমে রাখা হয়। পরে সেখান থেকে বিমানে করে শিলিগুড়িতে এনে বিএসএফের ক্যাম্পে রাখা হয়। বৃহস্পতিবার ভোরে বাতি নিভিয়ে সীমান্তের দরজা খুলে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেয় তারা।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘আটকদের পরিচয় যাচাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’