বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

মাইলস্টোনে উদ্ধারকারী দলের সেনা সদস্যদের সম্মাননা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সংঘটিত হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী সেনাসদস্যদের অনন্য সাহসিকতা ও মানবিক অবদানের স্বীকৃতি হিসেবে আজ (৩১শে জুলাই) সেনাসদরে এক বিশেষ আয়োজনে সম্মাননা প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

দুর্যোগের ভয়াবহতায় স্তব্ধ গোটা জাতি যখন শোকের ছায়ায় আচ্ছন্ন, তখন সেনাবাহিনীর প্রশিক্ষিত সদস্যরা ঝাঁপিয়ে পড়েন উদ্ধার অভিযানে। বিপজ্জনক ও প্রাণঘাতী পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য কর্মীদের নিরাপদে উদ্ধার করে তারা যে মানবিকতা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সেনাবাহিনীর উচ্চতর নৈতিক মূল্যবোধ ও দায়বদ্ধতারই প্রতিফলন।

উল্লেখ্য, দুর্ঘটনার তাৎক্ষণিক পর থেকেই সেনাবাহিনী উদ্ধার ও সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে সুশৃঙ্খল ও সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে, যার ফলে বহু প্রাণ রক্ষা সম্ভব হয়।

এই সম্মাননা অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি শোকবিহ্বল জাতির পক্ষ থেকে সাহসিকতা ও মানবতার প্রতি কৃতজ্ঞতা জানানোর আন্তরিক প্রকাশ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102