তাই মুমিনের উচিত, এ ধরনের ফিতনা থেকে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা। পৃথিবীর কোনো প্রযুক্তি দিয়ে আল্লাহর ক্রোধ মোকাবেলা করা সম্ভব নয়। মহান আল্লাহ চাইলে আমাদের পাপের জন্য যেকোনো মুহূর্তে আমাদের নিশ্চিহ্ন করে দিতে পারেন। তাই এ ধরনের সতর্কবার্তা এলে আমাদের একমাত্র করণীয় থাকে পাপের পথ থেকে ফিরে আসা, মহান আল্লাহর কাছে খাঁটি মনে তাওবা করা। আল্লাহর কাছেই আশ্রয় চাওয়া। মহান আল্লাহ আমাদের সব ধরনের বিপদ থেকে রক্ষা করুন। আমিন।